WhatsApp

WHATS APP এর মাধ্যমে সার্ভার ব্যাবহার :

সার্ভার থেকে এসএমএস হোয়াটসাপে যাবে এবং হোয়াটসাপে থেকে এসএমএস সার্ভারে আসবে।
হোয়াটস্যাপ সিস্টেম সার্ভিস বিল $5০ ইউএসডি (এককালীন)

হোয়াটসাপ এর মাদ্ধমে নোটিফিকেশানঃ
১। বেলেন্স অ্যাড করলে রিসেলার হোয়াটসাপ এ নোটিফিকেশান পাবে।
২। রিকুয়েস্ট ক্যানসেল অথবা কমপ্লিট হলে রিসেলার নোটিফিকেশান পাবে।
৩। রিসেলার এডিট করলে রিসেলার নোটিফিকেশান পাবে।
৪। রিসেলার রেসেট করলে রিসেলার নোটিফিকেশান এ পাসওয়ার্ড এবং পিন পাবে।


হোয়াটস্যাপ থেকে অ্যাডমিন যে সকল কাজ করতে পারবেন:
১. একটা রিকোয়েস্ট কি অবস্থায় আছে চেক করতে পারবে।
২. একটা রিকোয়েস্ট রিসেন্ড-ক্যানসেল-কমপ্লিট করতে পারব।
৩. রিসেলার অ্যাড করতে পারবে।
৪. যে কোনো রিসেলারে ব্যালান্স অ্যাড করতে পারবে।
৫. একটা রিসেলার ইউজার কি অবস্থায় আছে এবং ব্যালান্স কত আছে চেক করতে পারবে।
৬. কোনো রিসেলার সার্ভার থেকে ব্যালান্স রিকোয়েস্ট পাঠালে এডমিনের হোয়াটসাপে ডিটেলস চলে যাবে, ডিটেইলসে মধ্যে রিকোয়েস্ট আইডি থাকবে, ওই আইডি দিয়ে অ্যাডমিন ব্যালান্স একসেপ্ট বা ডিনাই করতে পারবে।
৭. সার্ভার নিউ রিকোয়েস্ট আসলে এডমিন এর হোয়াটসাপ নম্বর এ রিকোয়েস্ট ডিটেইলস এর মেসেজ সেন্ড হবে।
৮. সার্ভার থেকে যেই কোন হোয়াটসাপ নাম্বার এ মেসেজ পাঠাতে পারবে।
৯. এডমিন তার হোয়াটসাপ নাম্বার এ ওটিপি নিতে পারবে।


হোয়াটস্যাপ থেকে রিসেলার যে সকল কাজ করতে পারবেন:
১. নিজের ব্যালান্স চেক করতে পারবে।
২. নিজের আন্ডারের রিসেলারের স্ট্যাটাস এবং ব্যালান্স চেক করতে পারবে।
৩. রিসেলার তৈরী করতে পারবে।
৪. রিচারজ এবং মোবাইল বেঙ্কিং এর রিকোয়েস্ট সেন্ড করতে পারবে।
৫. নিজের আন্ডারের রিসেলারকে ব্যালান্স অ্যাড করতে পারবে।
৬. নিজের পাঠানো রিকোয়েস্ট এর স্ট্যাটাস চেক করতে পারবে।
৭. রিসেলারে কি কি সার্ভিসের পারমিশন আছে সেগুলো চেক করতে পারবে।
৮. কোনো একটা সার্ভিসের অপারেটর কোড জানতে পারবে।
৯. কোনো একটা অপারেটরের প্যাকেজ লিস্ট জানতে পারবে।
১০. রিসেলার কাস্টম সার্ভিস এবং সিঙ্গেল কান্ট্রি সার্ভিসের রিকোয়েস্ট পাঠাতে পারবে।
১১. রিকোয়েস্ট success অথবা ক্যান্সেল হলে হোয়াটসাপ এ মেসেজ আসবে।
১২. পেমেন্ট অ্যাড করা হলে হোয়াটসাপ এ মেসেজ আসবে।

সার্ভারে হোয়াটস্যাপ কানেক্ট করার জন্য নতুন একটা হোয়াটস্যাপ নাম্বার লাগবে (যেই কোনো দেশে নম্বর এর হোয়াটসাপ কাজ করবে)
এডমিন এর নিজস্ব হোয়াটস্যাপ নাম্বার লাগবে, পিসি ব্যাতিত মোবাইল মডেম লাগবে।

পিসি ব্যাতিত মোবাইল মডেম থাকে তাহলে সেগুলোতে কানেক্ট করতে পারবেন। অন্য যেই কোনো 2টা সার্ভিস এর মডেম এর মধ্যে হোয়াটসাপ কাজ করবে।
তবে পিসি ব্যাতিত যে মোবাইলের মধ্যে Notification access অপসন আছে শুধু সেই মোবাইলে হোয়াটস্যাপ কাজ করবে।
তাই মোবাইলের সেটিংস থেকে notification access search করে দেখবেন আপনার কোন মোবাইলের মধ্যে notification access অপসন আছে কিনা

  • whatsapp, message, notification
  • 3 משתמשים שמצאו מאמר זה מועיל
?האם התשובה שקיבלתם הייתה מועילה

מאמרים קשורים

OTP reset

OTP / পাসওয়ার্ড কাজ না করলে করনীয়ঃ মেইল OTP ব্যবহার করলেঃOTP পুনরায় পাঠাবেন। আপনার মেইলের...

Mobile Modem Requerment

  Samsung ব্র্যান্ড এর মোবাইল কিনে সার্ভারে লাইসেন্স অ্যাড করতে পারবেন।  মোবাইল এর স্ক্রিন সাইজ...

Mobile Short List

উল্লেখিত সকল মডেলে ফ্লেক্সিলোডের সকল সিম, বিকাশ এজেন্ট এপস, রকেট এজেন্ট এপস এবং নগদ এজেন্ট এপস...

Mobile Modem Setup

মোবাইল মডেম রেডি করার পূর্ণ নির্দেশিকা : মডেম রেডি করার সময় এই ইন্সট্রাকশন পুরাটা ১/২ বার পড়বেন।...

Mobile Modem Problem

মোবাইল মডেম সঠিক ভাবে কাজ না করলে করণীয় :   মোবাইল মডেম এ কোন কাজ করতে হলে অবশ্যই মডেম স্টপ করে...