মোবাইল মডেম সঠিক ভাবে কাজ না করলে


মোবাইল মডেম সঠিক ভাবে কাজ না করলে করণীয় :

মোবাইল মডেম এ কোন কাজ করতে হলে অবশ্যই মডেম স্টপ করে নিতে হবে।

প্রয়জনে এডমিন প্যানেল >> সেটিংস্‌ >> মডেম পেজ থেকে মডেম ডিস্কনেক্ট করে নিবেন।

মোবাইল থেকে Appium এবং smsinbox সফটওয়্যার এর ডাটা ক্লিয়ার করবেন।
(মোবাইল সেটিংস থেকে APP অপশন এ যাবেন, অ্যাপ লিস্ট থেকে অ্যাপ এর ভিতরে যাবেন, Storage অপশন এ যাবেন,
এই পেজ এ Cache Clear AND data Clear অপশন পাবেন। প্রথমে Cache তার পরে data ক্লিয়ার করবেন।)
তার পরে আনইনস্টল করে নিউ ডাউনলোড করে ইনস্টল করবেন।

মোবাইল সেটআপ করার জন্য মোবাইল সেটআপ ইন্সট্রাকশন ফলো করবেন।

সব কিছু রেডি করার পরে মডেম স্টার্ট করার পূর্বে মোবাইল রিস্টার্ট করবেন।

মডেম স্টার্ট করার পূর্বে-

magisk manager ওপেন করে Super User (নিচের ২নম্বর আইকন) এ ক্লিক করে SMSInbox এন্ড Appium এলাও করবেন।

যদি বিকাশ, রকেট, নাগাদ অথবা ককপিট অ্যাপ বেবহার করেন তাহলে অবশ্যই সকল অ্যাপ ক্লোজ করে দিবেন।
মডেম নিজে থেকে লগিন করতে হবে প্রথম বার। তাহলে পরবর্তীতে সঠিক ভাবে কাজ করবে।

Appium স্টার্ট করার পূর্বে খেয়াল রাখবেন স্টার্ট বাটন এর উপরে ছোট একটা মানুষের আইকন/ইমেজ দেখা যাবে।
ইটা প্রথম বার শো করবে না। আপ্পিয়াম ওপেন করে স্টার্ট না করে স্টপ লিখার উপরে ক্লিক করবেন। আবার ওপেন করবেন।
২/৩ বার করার পরে আইকন শো করার কথা। যদি শো না করে তাহলে মোবাইল রিস্টার্ট করবেন।


যদি আইকন শো না করে অথবা মোবাইল এর এন্ড্রোইড ভার্সন ১৩ অথবা তার বেশি হয় তাহলে-
মোবাইল সেটিংস থেকে Accessibility অপসন এ ঢুকে Installed App অপসন এর ভিতরে zGlobalRobot সার্ভিস এর উপরে ক্লিক করবেন।
যদি zGlobalRobot সার্ভিস এনাবল হয় তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি একটিভ না হয়, Restricted Access শো করে তাহলে,
মোবাইল সেটিংস থেকে App / Application অপসন এর ভিতরে Appium এপ্লিকেশন এর ভিতরে ঢুকবেন।
এই পেজ এ উপরে ডান পাশে ৩টা ডট দিয়ে একটা লাইন দেখবেন। এই লাইন এ ক্লিক করলে অপসন আসবে।
Enable Restricted Access এটা সেট করে দিবেন।

যদি স্যামসুং মোবাইল হয় -
মোবাইল সেটিংস থেকে apps অপসন এ Appium এপ্লিকেশন এ ঢুকবেন।
এখানে ব্যাটারী usages অথবা ব্যাটারী optimization অপসন পাবেন। এই অপসন এ unrestricted সিলেক্ট করে দিতে হবে।
মোবাইল সেটিংস থেকে apps অপসন এ SMSInbox এপ্লিকেশন এ ঢুকবেন।
এখানে ব্যাটারী usages অথবা ব্যাটারী optimization অপসন পাবেন। এই অপসন এ unrestricted সিলেক্ট করে দিতে হবে।
কিছু কিছু স্যামসুং মোবাইল এর হোমস্ক্রিন এ Appium এবং smsinbox একেবারে নিচের লাইন এ রাখলে কাজ করে না।
তাই ১ স্টেপ উপরে রাখবেন। স্যামসুং মোবাইল এ Appium, smsinbox এবং অন্যান্য এপ্লিকেশন এর জন্য নির্দিষ্ট করে কোনো জায়গা রাখা হয় নাই।
হোমস্ক্রিন এর যেই কোনো জায়গায় রাখলেই কাজ করবে। তবে মোবাইল এর হোম স্ক্রিন এর কোনো কিছু পরিবর্তন অথবা মোবাইল এর সিম পরিবর্তন করলে
Appium এবং smsinbox এর ডাটা ক্লিয়ার করে আবার সেট করতে হবে। ডাটা ক্লিয়ার করতে না পারলে Appium এবং smsinbox আনইনস্টল করে আবার নিউ সেটআপ করে নিতে হবে।

যদি ম্যাক্সিমাস D৭ মোবাইল হয় -
মোবাইল সেটিংস থেকে duraspeed ওপেন করে Appium এবং smsinbox আনাবেল করে দিতে হবে।
ম্যাক্সিমাস D৭ মোবাইল এর হোমস্ক্রিন এ smsinbox ১স্টেপ উপরে একেবারে বাম পাশে থাকবে এবং Appium ১স্টেপ উপরে একেবারে ডান পাশে থাকবে।
ম্যাক্সিমাস D৭ মোবাইল এর জন্য Appium এবং smsinbox এর জায়গা এটাই নির্ধারিত। অন্য কোনো জায়গায় রাখলে কাজ করবে না।
মোবাইল এর হোম স্ক্রিন এর কোনো কিছু পরিবর্তন অথবা মোবাইল এর সিম পরিবর্তন করলে Appium এবং smsinbox এর ডাটা ক্লিয়ার করে আবার সেট করতে হবে।
ডাটা ক্লিয়ার করতে না পারলে Appium এবং smsinbox আনইনস্টল করে আবার নিউ সেটআপ করে নিতে হবে

 

  • মোবাইল মডেম, মডেম, mobile, modem, modem issue
  • 0 Utilisateurs l'ont trouvée utile
Cette réponse était-elle pertinente?

Articles connexes

OTP reset

OTP / পাসওয়ার্ড কাজ না করলে করনীয়ঃ মেইল OTP ব্যবহার করলেঃOTP পুনরায় পাঠাবেন। আপনার মেইলের...

WhatsApp

WHATS APP মেসেজ এর মাধ্যমে সার্ভার ব্যাবহার : সার্ভার থেকে এসএমএস হোয়াটসাপে যাবে এবং হোয়াটসাপে...

Mobile Modem List

শুধু মাত্র *SAMSUNG* ব্র্যান্ড এর মোবাইল কিনে সার্ভারে লাইসেন্স অ্যাড করতে পারবেনমোবাইল এর...

বাংলালিঙ্ক BL Retailer এপ্লিকেশন

বাংলালিঙ্ক BL Retailer এপ্লিকেশন ব্যবহার করার জন্য: শুধুমাত্র স্যামসুং মোবাইল এ BL Retailer...

Mobile Modem Setup

মোবাইল মডেম রেডি করার পূর্ণ নির্দেশিকা : মডেম রেডি করার সময় এই ইন্সট্রাকশন পুরাটা কয়েকবার পড়বেন।...